লালপুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা

লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ভেজাল গুড়ের কারখানায় র‌্যাব অভিযান চলিয়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক দুই লাখ টাকা জরিমানা ও সাড়ে ৭ হাজার কেজি ভেজাল গুড়সহ জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাযায়, সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানী কমান্ডার, এএসপি মোঃ রাজিবুল আহসান এর নেতৃত্বে বুধবার (৫ -আগষ্ট ২০২০) সন্ধ্যা সাড়ে ৭ থেকে রাত ১১ পর্যন্ত নাটোর জেলার লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করেন । এসময় ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার অপরাধে ভেজাল গুড়-৭ হাজার ৫শ কেজি, ফিটকারী-৩ কেজি, ডালডা-৪ কেজি, হাইড্রোজ-২ কেজি, চুন-৭০ কেজি, ক্ষতিকারক রং-২ লিটারসহ বালিতিতা ইসলামপুর গ্রামের মোঃ মনসুরের ছেলে তুহিন (৩০), জলিল ব্যাপারীর ছেলে জিয়াউর রহমান (৪০) কে আটক করে।

এসময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মুল বানীন দ্যুতি’র ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেকের এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়।