লালপুরে পাট চাষিদের প্রশিক্ষণ

লালপুর প্রতিনিধি:

‘‘সোনালী আশে সোনার দেশ, মুজিববর্ষের বাংলাদেশ; বাংলার পাট, বিশ্ব মাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। প্রশিক্ষণে শতজন পাটচাষী অংশগ্রহণ করেন।

জি/আর