লালপুরে পাট চাষীদের মাঝে রাসায়নিক সার বিতরণ

লালপুর প্রতিনিধি:

লালপুর উপজেলায় পাট বীজ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাট চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তরে আয়োজনে এসব বিতরণ করা হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১( লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। পরে তিনি পাট চাষীদের হাতে রাসায়নিক সার তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আ.স.ম মাহামুদুল হক মুকুল, আলালাউদিন আলাল, নাটোর জেলা তাঁতী লীগের সংগাঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপন, তাঁতীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, ঈরশ্বদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু প্রমুখ।

স/অ

আরো পড়ুন …

লালপুরে আরো ১ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত, ওটি লকডাউন