লালপুরে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি: 
নাটোরের লালপুরে নারী ও শিশু উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)  শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর)  সকাল সাড়ে ৯টায় নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে ও লালপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় লালপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত শাম্মী আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ওয়ালিউজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য নাটোর জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী।
কর্মশালায় আলোচকবৃন্দ করোনা সংক্রমণ রোধ, শিশুর বিকাশ, অটিজম, নিরাপদ মাতৃত্ব, ডেঙ্গি প্রতিরোধ, নারীর অধিকার ও ক্ষমতায়ন, জন্ম নিবন্ধন, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক প্রতিরোধ ও নিরাপদ সড়ক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানোয়ার হোসেন মনি,  মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, গোপালপুর পৌর আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, লাালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কামরুজ্জামান।
এছাড়াও উপজেলার গোপালপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী  কাউন্সিলর, সদস্য, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইমাম, পূরহীত, সমাজসেবীসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেএ/এফ