লালপুরে ডিজিটিাল ভূমিসেবা নিশ্চিতকরণ কার্যক্রম শুরু

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ডিজিটাল ভূমিসেবা নিশ্চিতকরণ কার্যক্রম শুরু হয়ছে। মঙ্গলবার (২৩ মার্চ ২০২১) এ সংক্রান্ত নির্দেশনা  জারি করেছে লালপুর উপজলো ভূমি অফিস।
লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, ‘সরকার ভূমিসেবা ডিজিটাল  করার লক্ষ্য ইতোমধ্যে অসংখ্য উদ্যোগ গ্রহণ করছে সেবা  প্রত্যাশী মানুষ যাতে  নির্ধারিত সময়ের মধ্যে সহজেই কাঙ্খিত ভূমিসেবা পেতে পারেন সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছ এ উদ্যগের অংশ হিসেবে সরকার ভূমি উন্নয়ন কর (ভূমির খাজনা) ব্যবস্থাপনা ডিজিটাল করার কার্যক্রম শুরু করছে । সরকারি  সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন-এর পর থেকে প্রচলিত  (ম্যানুয়াল) পদ্ধতি আর ভূমি উন্নয়ন কর আদায় করা হবেনা। প্রথাগত পদ্ধতির পরিবর্তে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে এর ফলে ভূমি মালিকগন ইউনিয়ন ভূমি অফিসে না গিয়ে  অর্থাৎ ঘরে বসে কিংবা  দেশের বাইরে বসেও ভূমি উন্নয়ন কর প্রদান এবং দাখিলা  সংগ্রহ করতে পারবেন।’
তিনি আরো বলেন, ‘লালপুর উপজেলায় ইতোমধ্যে গোপালপুর পৌর ভূমি অফিসের দুটি মৌজার সকল হোল্ডিং  অনলাইনে এন্ট্রি দেওয়া সম্পন্ন হয়েছে  অন্যান্য সকল ইউনিয়নেও মৌজাওয়ারী ভূমি মালিকের তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে এ প্রচেষ্টা সফল করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন । ভূমি মালিকানার  প্রমানিক হিসাবে ১. খতিয়ানের কপি ২. মূল দলিল, ৩. পূর্ববর্তী দাখিলার কপি ৪. মালিকের পাসপোর্ট সাইজরে ছবি ৫. জাতীয় পরিচয়পত্র এবং ৬. মোবাইল নাম্বারসহ অতিদ্রুত সংশ্লিষ্ট  ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে ভূমি মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করার জন্য অনুরোধ জানান। অন্যথায় ভূমি উন্নয়ন কর প্রদান জটিলতাসহ ভূমির মালিকানা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।’
স/জে