লালপুরে ঝড়ে ৫টি পরিবারের ব্যাপক ক্ষতি

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে গন্ডবিল গ্রামে মাত্র কয়েক মিনিটের ঝড়ে ৫টি পরিবারে ব্যাপক ক্ষতি হয়ে্ছে।  ঘরবাড়ীসহ ওই এলকার গাছপাল, আমসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে লালপুর উপজেলার আট্রিকা বেরিলাবাড়ি গন্ডবিলের উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। ঝড়ে গন্ডবিল গ্রামের ৫টি পরিবারের ঘর বাড়ি ভেঙ্গে গেছে। এছাড়াও এলাকার আম, জাম, মেহগুনি গাছ সহ-বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্তরা সবাই দুড়দুড়িয়া ইউনিয়নে গন্ডবিল গ্রামের বাসিন্দা। তারা হলেন- মৃত মাহবুর শেখ ছেলে জিল্লু শেখ, মতলেব সরকারের ছেলে আনিছুর রহমান, মহের আলীর ছেলে রাজ্জাক, মৃত মেহেরুল্লাহর ছেলে মতিউর রহমান ও মোজাহার শেখ।

এছাড়া প্রচণ্ড বেগে আঘাতহানা ঝড়ে উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি ও তার। ফলে এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বৃহস্প্রতিবার সন্ধ্যা পর্যন্ত।

বিষয়টি দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।