লালপুরে খাদ্য বান্ধব চাউল বিতরণে অনিয়ম, ৫ হাজার টাকা জরিমানা

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে সরকারী খাদ্য বান্ধব কর্মসূচি চাউল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগে ডিলার সেলিম রেজাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেলিম রেজা ২নং ঈশ্বরদী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২নং ঈশ্বরদী ইউপির খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার কে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রাদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট শাম্মী আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, ২নং ঈশ্বরদী ইউপির খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়ম ও ওজনে কম দিচ্ছে ডিলার এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায়, ভুক্তভুগীদের চাল পুুরন করে দেওয়া হয়েছে এবং ‘ডিলার সেলিম রেজাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারাই ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক আদায় করা হয়।

এ ব্যাপারে সেলিম রেজা জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাড়ী থেকে চাউল ফেরত এনে কম দেখিয়ে আমাকে ফাসানো হয়েছে।

স/অ