বুধবার , ১৬ আগস্ট ২০১৭ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লন্ডনে অসুস্থ ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক

Paris
আগস্ট ১৬, ২০১৭ ৯:১৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লন্ডনে অবস্থানরত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তবে তার অসুস্থতা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৩ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেয়র আনিসুলক হককে সেন্ট্রাল লন্ডনের স্থানীয় একটি হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়। সেখা‌নে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আই‌সিইউ) রাখা হয়েছে।’

তবে বাংলাদেশে অবস্থানরত মেয়রের পিএ আবু সালেহ বলেন, ‘মেয়র ও তার মেয়ে শরীর চেকআপ করাতে লন্ডনে গেছেন। সেখানে তারা ডাক্তার দেখিয়েছেন এবং এখন ভালো আছেন। গতকাল ২টার দিকে মেয়রের ছেলে নাবিদের স্ত্রী বাংলাদেশে এসেছেন। উনার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, মেয়র ভালো আছেন, তিনি এখন লন্ডনের বাসায় আছেন। আসলে কিছু হলে মিডিয়া একটু বেশিই বলে।’

অন্যদিকে জামাল আহমেদ খান আরও বলেন, ‘গত ১৩ আগস্ট হঠাৎ করে স্ট্রোক হলে আনিসুল হককে সেন্ট্রাল লন্ডনের এক‌টি হাসপাতালে ভর্তি করা হয়। গত দুই দিন ধরে তিনি সেখা‌নে আইসিউতে আছেন। তবে তার শারী‌রিক অবস্থা অপরিবর্তনীয়।’

তিনি আরও বলেন, ‘প‌রিবারিক সূ‌ত্রে জানা গে‌ছে, গত দুই মাস ধরে মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা তেমন ভালো ছিল না। গত ৩০ জুলাই চিকিৎসার জন্য আনিসুল হক লন্ডনে পৌঁছান। পরে তিনি সেখানে নিয়মিত ডাক্তারও দেখাচ্ছিলেন। এর মধ্যে ১৩ আগস্ট হঠাৎ তার স্ট্রো‌ক হয়।’

ভিজিটররা যাতে ডিস্টার্ব না করেন সেজন্য প‌রিবা‌রের অনু‌রো‌ধে এ মুহূর্তে হাসপাতালের নাম  প্রকাশ করা হ‌চ্ছে না। তবে মেয়র আনিসুল হকের আরোগ্য কামনায় পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান জামাল আহমেদ খান।  সূত্র্: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়