লঙ্কান পেসারের সঙ্গে লিটনের বাগবিতণ্ডা

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ মানেই অন্য রকম উত্তেজনা। নিদাহাস ট্রফির একটি ম্যাচ রূপ নিয়েছিল কলহে। বাদানুবাদে লিপ্ত হওয়া ছাড়াও বাংলাদেশ খেলা শেষ না করেই উঠে যেতে চেয়েছিল। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি দুই দল। এদিনও ছেড়ে কথা বলেনি কেউ।

বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভার। লাহিরু কুমারা পঞ্চম বলে স্লোয়ার দিয়েছিলেন। ব্যাটিং প্রান্তে থাকা লিটন মিড অফে উড়িয়ে চার মারতে চেয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। এই জায়গায় থাকা ফিল্ডার দাসুন শানাকা তালুবন্দি করেন।

এরপরই লাহিরু এগিয়ে এসে ফিরতে থাকা লিটনকে কিছু একটা বলে ওঠেন। লিটনও ছেড়ে দেননি। দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরপর মোহাম্মদ নাঈম এগিয়ে যান। আসেন মাঠের দুই আম্পায়ারও। লিটন সাজঘরে ফিরলেও আম্পায়ার বেশ কিছুক্ষণ লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যাচ মিসের মাশুল দিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৭২ রানের টার্গেটে ব্যাট করে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে লঙ্কানরা।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন