লকডাউনে যেভাবে চলবে ব্যাংকিং কার্যক্রম

করোনাভাইরাসের কারণে সরকার চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে।  আগামী ২৩ মে পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।  তবে এই এক সপ্তাহ ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বেলা ২ টা পর্যন্ত চলবে।

রোববার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের লেনদেন আগের মতোই বেলা ২টা পর্যন্ত চলবে। এরপর লেনদেনপরবর্তী কার্যক্রমের জন্য বেলা সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আগামীকাল সোমবার (১৭ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।

সূত্র:যুগান্তর