সিল্কসিটিনিউজ ডেস্ক:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, র্যাব যদি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চায়, তাহলে তার (আইজিপি) কাছেই করতে হবে। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর করা যাবে না। গত ৮ অক্টোবর একটি ইংরেজি জাতীয় দৈনিকে প্রকাশিত এক সংবাদের পরিপ্রেক্ষিতে আইজিপিকে এ প্রশ্ন করা হয়। প্রতিবেদনে র্যাব ও পুলিশের মধ্যে সম্পর্কের তিক্ততা নিয়ে খবর প্রকাশিত হয়।
এ কে এম শহীদুল হক জানান, কোনো অভিযোগ করতে চাইলে তা আইজিপি বরাবরই করতে হবে। সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা যাবে না। র্যাবের কাছ থেকে তিনি একটি অভিযোগ পেয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: কালের কণ্ঠ