শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

র‍্যাংকিং নিয়ে ভাবছেন না মাশরাফি

Paris
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ৮:৩২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশ এখন সাতে। আগামীকাল শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০-তে এবং অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলেই র‍্যাংকিংয়ে বাংলাদেশ ষষ্ঠ স্থানে উঠে যাবে। তবে র‍্যাংকিং নিয়ে মোটেও ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

 

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ১ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

 

মূলত এখন র‍্যাংকিং নয়, বাংলাদেশের মূল লক্ষ্য এখন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় পাওয়া। এ ব্যাপারে মাশরাফি বলেন, ‘আসলে র‍্যাংকিং নিয়ে আমি কিছুই চিন্তা করিনি। আমার মনে হয় না এটি নিয়ে এখন ভাববার সময়।’

 

তবে এই সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্বাগতিক অধিনায়ক, ‘অনেকদিন পর আমরা একটি সিরিজ খেলতে যাচ্ছি। তাই এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একমাত্র লক্ষ্য কীভাবে এই সিরিজ জেতা যায়।’

 

দলের কোচ চন্ডিকা হাথুরুসিংয়েও র‍্যাংকিং নিয়ে ভাবতে রাজি নন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা যা করব তার প্রতিফলন র‌্যাংকিংয়ে অবশ্যই আসবে। তাই র‌্যাংকিং নিয়ে ভাবছি না। আমাদের মূল ভাবনা এখন আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয়টি ওয়ানডে ম্যাচ নিয়ে।’

সূত্র: এনটিভি

সর্বশেষ - খেলা