রোমাঞ্চকর ম্যাচে লাল কার্ড মেসির, দুর্দান্ত চ্যাম্পিয়ন বিলবাও (ভিডিও)

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আঁতোয়া গ্রিজম্যানের জোড়া গোলে দুইবার এগিয়ে যাওয়ার পরও জিততে পারলো না বার্সেলোনা। রোমাঞ্চ ছড়ানো ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে মেসিদের ২-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে অ্যাথলেতিক বিলবাও।

রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হল আর্জেন্টাইন কিংবদন্তি মেসিকে। রেফারির শেষ বাঁশি বাজানোর আগে লাল কার্ড দেখেন মেসি। মেজাজ হারিয়ে বিলবাওয়ের এক খেলোয়াড়ের সঙ্গে উগ্র আচরণ করে বসেন বার্সা অধিনায়ক। এই অভিযোগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে মেসিকে লাল কার্ড দেখানো হয়।

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত তৃতীয় মিনিটে তৃতীয় গোল হজম করে বসে রোনাল্ড কোম্যানের দল। সেই গোল আর শোধ করতে পারেনি তারা। রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপ জয়ের আনন্দে মেতে ওঠে বিলবাও। শেষবার তারা এই শিরোপা জিতেছে ২০১৫ সালে আর বার্সা জিতেছে ২০১৮ সালে।

 

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন