রোনালদো-ফার্নান্দেজ জুটির চেয়ে দল বড়

জাতীয় দলে একসঙ্গে খেলেছেন, এরপর ক্লাবেও সুযোগ পেয়েছেন একসঙ্গে খেলার। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ব্রুনো ফার্নান্দেজের মধ্যে দারুণ বন্ধুত্বও আছে। গত বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ইউনাইটেডের ৩-১ গোলে জেতা ম্যাচে নিষেধাজ্ঞার জন্য দলে ছিলেন না ফার্নান্দেজ। ওই ম্যাচে দলের শেষ গোলটি করেন রোনালদো। কিন্তু সম্প্রতি রোনালদো-ফার্নান্দেজ জুটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রাংনিক মনে করেন, দলের স্বার্থে এই দুজনের সব সময় একসঙ্গে খেলাটা জরুরি নয়। দলের প্রয়োজনে ভিন্ন ভিন্ন ফর্মেশনে খেলিয়ে খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনাটাই তাঁর মূল লক্ষ্য। শুক্রবার স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘বার্নলির বিপক্ষে আমাদের ব্রুনোকে (ফার্নান্দেজ) ছাড়া খেলতে হয়েছিল এবং সেখানেও আমরা ভালো করেছি। আমরা দুই স্ট্রাইকার, দুই উইঙ্গার ও দুজন ছয় নম্বর নিয়ে খেলেছি, প্রত্যেক খেলোয়াড় তাদের সম্ভাব্য সেরা অবস্থানে ছিল।’

চলতি মৌসুমে ২৩ ম্যাচে ৫ গোল করেছেন ফার্নান্দেজ। লিগে ১৮ ম‍্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। সাফল্য পেতে দলের সবার মাঝে ঐক্য শক্তিশালী করার ডাক দেন রাংনিক, ‘আরেকটি জিনিস আমরা অর্জন করার চেষ্টা করছি; সেটা হলো, আমরা যে ফর্মেশনেই খেলি না কেন, সবাইকে তাদের সম্ভাব্য সেরা অবস্থানে পাওয়ার চেষ্টা করছি। কেবল ক্রিশ্চিয়ানো এবং ব্রুনোর জুটি নয়, দলের অন্য খেলোয়াড়দের মধ্যে জুটি গড়ে ওঠার বিষয়টি গুরুত্বপূর্ণ।’

 

সূত্রঃ কালের কণ্ঠ