রোনালদোর রেকর্ড ভাঙতে পারবেন বেনজেমা?

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমটা দুর্দান্ত গেছে রিয়াল অধিনায়ক করিম বেনজেমার। ১৫টি গোল করে তিনি আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে।

এবার তার সামনে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড হাতছানি দিচ্ছে।

চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি রয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তিনি ১৭টি গোল করেছিলেন ২০১৩-১৪ মৌসুমে।

রোনালদো আবার ২০১৫-১৬ মৌসুমে ১৬টি ও ২০১৭-১৮ মৌসুমে ১৫টি গোল করেছিলেন।

রোনালদোর গড়া সেই রেকর্ড ভাঙতে হলে বেনজেমাকে ফাইনাল ম্যাচটিতে করতে হবে হ্যাটট্রিক। অপরদিকে তিনি যদি রোনালদোকে ছুঁতে চান তাহলে করতে হবে জোড়া গোল।

রোনালদোর রেকর্ড ভাঙা নিয়ে কি ভাবছেন? উয়েফার এমন প্রশ্নের উত্তরে বেনজেমা বলেন,  রেকর্ড সব সময় থাকবে, আর সেগুলো ভাঙাও যাবে। আমার জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো মাঠে আমার সেরাটা দেওয়া এবং দলকে জেতাতে সহায়তা করা। যদি আমি গোল করতে পারি বা গোলে সহায়তা করতে পারি এটি গুরুত্বপূর্ণ।

কিন্তু আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠে যাওয়া এবং ম্যাচটি জেতা, যোগ করেন বেনজেমা।

 

সুত্রঃ যুগান্তর