বুধবার , ৩ মে ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রোগীর ক্রুদ্ধ আত্মীয়দের থেকে বাঁচতে ভারতের ডাক্তাররা মার্শাল আর্টস শিখছেন

Paris
মে ৩, ২০১৭ ৬:৫৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: ভারতের সবচেয়ে বড় হাসপাতালগুলোর একটিতে রোগীর আত্মীয়স্বজনের হাত থেকে নিজেদের রক্ষা করতে ডাক্তাররা মার্শাল আর্টস শিখছে।

হিন্দুস্তান টাইমস পত্রিকা খবর দিচ্ছে, দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এআইএমএস-এর ১৫০০ রেসিডেন্ট ডাক্তার চলতি মাস থেকে প্রতিদিন এই প্রশিক্ষণ নেবেন।

প্রতি ১০০ জন ডাক্তার জিমখানা ক্লাবে গিয়ে ব্ল্যাক বেল্টধারী প্রশিক্ষকের কাছে টাইকায়োন্ডোসহ নানা ধরনের মার্শাল আর্টসের প্রশিক্ষণ নেবেন বলে খবরে বলা হয়েছে।

মেডিকেল সাময়িকী ল্যান্সেটের প্রকাশিত এক রিপোর্ট বলছে, বিশ্বের নানা দেশে হাসপাতাল বা ক্লিনিকগুলোকে দায়িত্বরত ডাক্তারদের ৭৫% জীবনের কোন না কোন সময় সহিংসতা বা হুমকির শিকার হন।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ সালে এধরনের ঘটনার সংখ্যা ছিল ৪০%।

এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে বলে ল্যান্সেটে বলা হয়েছে।

এগুলো হলো: সরকারি হাসপাতালে ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি, সরকারি-বেসরকারি হাসপাতালে দুর্নীতি এবং উঁচু হারে চিকিৎসা ফি, যার একটা অংশ ডাক্তার পেয়ে থাকেন।

এর ফলে অনেক ক্ষেত্রেই ডাক্তার ও রোগীর মধ্যে যে আস্থার সম্পর্কে থাকে তা বিনষ্ট হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক