মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রূপপুর প্রকল্পের অর্থ আত্মসাৎ: ৬ প্রকৌশলীর জামিন বাতিল কেন নয়

Paris
এপ্রিল ১২, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট হাউজিং এস্টেট (গ্রিন সিটি) বাস্তবায়নে ক্ষমতার অপব্যবহার করে আট কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রকল্পের ছয় প্রকৌশলীর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ এপ্রিল) প্রকল্পের অর্থ আত্মসাতের মামলায় ছয় প্রকৌশলীর জামিন বাতিল চেয়ে দুদকের করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ ছয় প্রকৌশলী হলেন, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তাহাজ্জুদ হোসেন, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. রওশন আলী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম ও সাবেক সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট শাহীন আহমেদ।

আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমির উদ্দিন মানিক বলেন, গত বছরের ১৭ জুন বিচারিক আদালত ওই ছয় প্রকৌশলীর জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছিলেন। পরে তাদের জামিন বাতিল চেয়ে দুদক হাইকোর্টে রিভিশন আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে তাদের জামিন কেন বাতিল করা হবে না, সে মর্মে আজ রুল জারি করেন হাইকোর্ট।

মামলার অভিযোগে বলা হয়, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট হাউজিং অ্যাস্টেটের (গ্রিন সিটি) আওতায় প্রতি ইউনিট ১২৫০ বর্গফুটের ৬ ইউনিট বিশিষ্ট ২০ তলা ফাউন্ডেশনের ২০ তলা ভবন নং-১ এর কিছু সিভিল এবং কিছু ই/এম ওয়ার্কসহ ৯২টি আইটেম সংগ্রহকালে পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গ করে ৮,১২,৭৯,৯৫০ (আট কোটি বারো লাখ ঊনআশি হাজার নয়শত পঞ্চাশ) টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় করা মামলায় উল্লিখিত ছয় প্রকৌশলীর জামিন বাতিল চেয়ে দুদকের রিভিশন আবেদনের শুনানি নিয়ে জামিন বাতিল প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট।

 

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চরম অর্থনৈতিক মন্দা এড়াতে ব্রাসেলসে ইইউ নেতারা

বাঘায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখম

বাদশা নির্বাচিত না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে : মেয়র লিটন

আপনার জন্য মৃত্যুকে বরণ করে নেবো: প্যারেডে সেনাদলের হুঙ্কার

অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন

প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫৪০০ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্ত ট্রাম্পের

সতর্কবার্তা ইউক্রেনের প্রধানমন্ত্রীর ‘ইউক্রেন হারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে’

৩৯২ দিন, ১০৫৮ মিনিট পর সুয়ারেজ!

ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশনস

বাংলাদেশের গণমাধ্যমে ‘সেলফ সেন্সরশিপের’ অভিযোগ