রুয়েটে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

১ম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম জোরোশোরে এগিয়ে চলেছে। ইতিমধ্যে গঠন করা হয়েছে ১১টি উপ-কমিটি। এসব উপ-কমিটির প্রধান নির্বাহী করা হয়েছে পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুস সোহবানকে। প্রতিটি উপ-কমিটি ভর্তি পরীক্ষা যথাযথভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ জানিয়েছে, ১ম বর্ষ স্নাতক কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলী এবং আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি খুব শিঘ্রই আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় এবং রুয়েটের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হবে।
চলতি শিক্ষা বর্ষে ভর্তি পরীক্ষায় কোন পরিবর্তন আনা হয়নি। গত বছরে অনুসৃত পদ্ধতিতে এবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন ড. বেগ।

স/আর