রুয়েটে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর কেন্দ্রীয় খেলার মাঠে শারীরিক শিক্ষা কেন্দ্র আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জুন) বিকাল ৪টায় খেলার আনুষ্ঠানিক উদ্বোধন  করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টূর্নামেন্ট কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ । আরো বক্তব্য রাখেন- রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, রুয়েট শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ আরেফিন খান । অন্যদের মধ্যে উপস্থিত সিএসই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আল মামুন, ইসিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, রুপালী ব্যাংক রুয়েট শাখার ম্যানেজার মো. সেতাউর রহমান খান সহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ,পরিচালকবৃন্দ, দপ্তর/বিভাগ/শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার ( ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল আলম। বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় রুয়েটের ১৪ টি বিভাগ অংশগ্রহণ করবে। আজ বিকাল ৫ টায় সিএসই বিভাগ বনাম ইসিই বিভাগ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়।

এএইচ/এস