মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রুশ সেনাপ্রধান-সাবেক মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Paris
জুন ২৫, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :
ইউক্রেনে আগ্রাসনের সময় যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি জেরাসিমোভ ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মঙ্গলবার আইসিসির এক বিবৃতিতে রুশ সামরিক বাহিনীর প্রধান ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে, ২০২২ সালের ১০ অক্টোবর থেকে ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোতে রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় ওই দুই সন্দেহভাজনের বলে বিশ্বাস করার মতো যৌক্তিক কারণ খুঁজে পেয়েছেন বিচারকরা।

ইউক্রেনে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে হামলা চালানোর ঘটনায় রুশ কর্মকর্তারা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে শোইগুকে সরিয়ে দেশটির শক্তিশালী নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে। ২০২২ সালে ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার সামরিক বাহিনীতে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য রদবদল।

এদিকে, রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও দেশটির এই আদালতের সদস্য নয়। রাশিয়া বারবার বলেছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রাশিয়ার সামরিক বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু। একই সঙ্গে ইউক্রেনে বেসামরিক নাগরিক কিংবা বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।

অন্যদিকে, ইউক্রেনও আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। তারপরও আইসিসিকে ইউক্রেনীয় ভূখণ্ডে সংঘটিত অপরাধের বিচার করার এখতিয়ার দিয়েছে দেশটি।

ভ্যালেরি জেরাসিমোভ ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুসহ এ নিয়ে রাশিয়ার মোট আট জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আইসিসি। ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নিয়ে যাওয়ার ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও এর আগে গেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক এই আদালত।

সর্বশেষ - আন্তর্জাতিক