রুশ তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইইউ-তে মতানৈক্য

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী বলেছেন, ইইউ রাশিয়ার তেল ও গ্যাসের সরবরাহ বন্ধ করার বিষয়ে একমত হতে পারেনি।

ইইউ দেশগুলোর মন্ত্রীরা ব্রাসেলসে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে আলোচনা করছেন। তবে হাঙ্গেরি স্পষ্ট করে বলেছে, তারা এ নিয়ে ঐকমত্যকে বাধা দেবে।

জার্মানি বলেছে, তারা এখনই রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করতে প্রস্তুত নয়।

তবে পর্যায়ক্রমে তেল নিষেধাজ্ঞা সামলে নিতে পারবে। এ বছরের শেষ নাগাদ রাশিয়ার তেল ছাড়া চলতে পারবে জার্মানি।

জার্মানির অর্থনীতি মন্ত্রী রবার্ট হ্যাবেক এর আগেই বলেছিলেন, রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইইউ এর সদস্য দেশগুলো বিভক্ত রয়েছে।

জার্মানি তার তেল আমদানিতে রাশিয়ার অংশ ৩৫% থেকে কমিয়েছে ২৫% করেছে। তবে এখনও বিকল্প সরবরাহকারীর খোঁজ করছে যারা সম্পূর্ণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে শূন্যতা পূরণ করতে পারে।

হাঙ্গেরি সরকারের মুখপাত্র জোল্টান কোভাকস বলেছেন, কোনো তেল ও গ্যাস নিষেধাজ্ঞার বিষয়ে হাঙ্গেরির অবস্থান পরিবর্তন হয়নি। আমরা এটি সমর্থন করি না।

এদিকে স্লোভাকিয়ার বৃহত্তম জ্বালানি সরবরাহকারী এসপিপি-এর প্রধান রিচার্ড প্রোকিপক্যাক বিবিসি রেডিও ফোর এর ‘টুডে’ অনুষ্ঠানে বলেছেন, রাশিয়া তার শর্তে মূল্য পরিশোধ করবে না এমন দেশগুলোতে জ্বালানি সরবরাহ হ্রাস করতে পারে এমন একটি ঝুঁকি এখনও রয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ