রুবেলের জায়গায় মোশাররফ হোসেন রুবেল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

প্রথম ওয়ানডেতে হারতে হারতে জিতে গেলেও দ্বিতীয়টিতে রক্ষা হয়নি বাংলাদেশের। নিজেদের চেয়ে দূর্বল প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারের পর টনক নড়েছে নির্বাচকদের। তাই শেষটিতে জিতে সিরিজ নিজেদের করে নিতে দলে পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি।

এরই অংশ হিসেবে পেসার রুবেল হোসেনের জায়গায় মোশাররফ হোসেন রুবেলকে দলে ডাকছে নির্বাচকরা। মিরপুরের উইকেট স্পিন বান্ধব হওয়ায় স্পিনার মোশাররফ হোসেনকে চাইছে বিসিবি। তাছাড়া ইনজুরি থেকে ফিরে সম্প্রতি ভালো করতে পারছেন না রুবেল হোসেন। তাই তৃতীয় ওয়ানডেতে এই পরিবর্তন আসতে যাচ্ছে। বুধবার রাতে নির্বাচক কমিটির মিটিং শেষে এ কথা জানানো হয়েছে।

প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৬২ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন রুবেল হোসেন। দ্বিতীয় ওয়ানডেতে বল করার সুযোগ পেয়েছেন মাত্র ৩ ওভার। এ সময় ২৪ রান খরচ করলেও কোনো উইকেট পাননি এ পেসার।

এদিকে প্রায় ৮ বছর পর জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন মোশারফ হোসেন রুবেল। ক্যারিয়ারে তিনটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন বাহাতি এ স্পিনার। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৮ মার্চ ২০০৮ সালে। তিন বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেও শেষপর্যন্ত মাঠে নামা হয়নি তার। তবে সম্প্রতি ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্সের মধ্য দিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।

সূত্র: রাইজিংবিডি