রিয়াদে ৪ বিদেশিসহ সন্দেহভাজন ১১ ছিনতাইকারী গ্রেপ্তার

পৃথক দুটি ছিনতাইয়ের অভিযোগে সৌদি আরবের রাজধানী রিয়াদে ১১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুইজন সুদানী, একজন ইয়েমেন ও একজন চাঁদের নাগরিক রয়েছে। যারা অবৈধভাবে সৌদিতে বসবাস করছিল। সৌদি পুলিশের স্থানীয় এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরীর পুলিশের সহকারী মুখপাত্র মেজর খালিদ আল কারিডিস আজ বৃহস্পতিবার জানিয়েছেন, রিয়াদের বিভিন্ন পয়েন্টে ছুরি দেখিয়ে পথচারীদের মালামাল লুট এবং গাড়ি ছিনতাইয়ে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি চোরাই গাড়িও উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, চুরি হওয়া গাড়িগুলো উদ্ধার করে তাদের মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে প্রায় ৪৫ হাজার রিয়াল মূল্যমানের অন্যান্য চোরাই জিনিসপত্রও উদ্ধার করা হয়েছে।

অপর একটি ঘটনায় রিয়াদ পুলিশ সাত সৌদি নাগরিক এবং এক ইয়েমেনের নাগরিককে ডাকাতির কাজে গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ