রিপোর্ট সন্তোষজনক, সুস্থতার পথে সৌমিত্র চট্টোপাধ্যায়

ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছে। আপাতত জ্বর নেই। শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। রাতে ভালো ঘুম হচ্ছে তার। সবাইকে ঠিকভাবে চিনতেও পারছেন তিনি। অন্যের ডাকে সাড়া দিচ্ছেন।

শুক্রবার নিজের পছন্দের গান শুনেছেন প্রবীণ এই অভিনেতা। সবকিছু নিয়ে আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তিনি। তার সব মেডিকেল রিপোর্ট সন্তোষজনক।

শনিবার এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। শনিবার সে অবস্থার আরও খানিকটা উন্নতি হয়েছে। নতুন করে কোনও শারীরিক জটিলতা দেখা যায়নি বলে জানান চিকিৎসকরা। যদিও হাসপাতালে আইটিইউ’তেই কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

গত মঙ্গলবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তখনই মধ্য কলকাতার বেলভিউ ক্লিনিকে অভিনেতাকে ভর্তি করা হয়।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন