শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রিচার্লিসনের বিরুদ্ধে আদালতে অভিযোগ তার সাবেক সহকারীর

Paris
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টটেনহামের ব্রাজিলিয়ান ফুটবলার রিচার্লিসনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী রেজিনালদো পেরেইরা। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের।

রিচার্লিসন সম্প্রতি অকস্মাৎ পেরেইরাকে বরখাস্ত করেন।

কোনো নোটিশ না দিয়ে বরখাস্ত করায় বিচার চেয়ে আদালতের দ্বারস্ত হয়েছেন সাবেক এই সহকারী।
পেরেইরার অভিযোগ, তাকে নিয়োগ দেয়ার ক্ষেত্রে কোনো নিয়ম মানেননি রিচার্লিসন। কর্মী হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়নি। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সপ্তাহে ৫০০ পাউন্ড করে বেতন পাঠিয়ে দেয়া হতো।

অন্যান্য সুযোগ-সুবিধাও অপ্রতুলতা ছিল; ছুটির দিনগুলো ছিল অবৈতনিক। তাকে বরখাস্ত করা হয় বিনা নোটিশে। এসবের পর স্ত্রীও নাকি তাকে ডিভোর্স দিয়েছে। মানসিকভাবে ভেঙে পড়ায় এরপর ডাক্তারের স্মরণাপন্ন হতে হয় পেরেইরাকে।

মামলায় রিচার্লিসনের বিরুদ্ধে অতিরিক্ত সময় কাজ করানো, অতিরিক্ত চাহিদা ও মৌখিক নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে। রিচার্লিসনের বাবাও নাকি তাকে মৌখিকভাবে নির্যাতন করতেন। এগুলোর বাইরে রিচার্লিসনের বিড়াল আনা-নেয়াসহ নানা কাজ করতে হতো তাকে।
পেরেইরা রিচার্লিসনের কাছে ৯৫ হাজার পাউন্ড বকেয়া দাবি করেছেন। এ নিয়ে আগামী মাসে ওয়াটফোর্ডে শুনানি হওয়ার কথা রয়েছে।

তবে পেরেইরার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন রিচার্লিসনের পক্ষের একজন।
জানা গেছে, ২০১৭ সালে রিচার্লিসন ব্রাজিল থেকে ইংল্যান্ডে পাড়ি দেয়ার পর থেকেই পেরেইরা তার সহকারী হিসেবে কাজ করছিলেন।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা