রিকশার সাইড দেওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোরিকশার সাইড দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. হাদিস মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার ধরমন্ডল ইউনিয়নের সোয়াব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরমন্ডল বাজারে অটোরিকশার সাইড দেওয়াকে কেন্দ্র করে নজরুল ইসলাম ও একলাছ মিয়ার মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে কিছুক্ষণ পর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষ চলাকালে নজরুল ইসলামের পক্ষের লোক মো. হাদিস মিয়া বুকে টেঁটাবিদ্ধ হয়ে আহত হন। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, অটোরিকশার সাইড দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের সংর্ঘষ হয়। এতে আহত হাদিস মিয়া নামে এক যুবককে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আহত হন ৩০ জন। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।