রাহুলের নেতৃত্বে অনেক গলদ দেখছেন গম্ভীর

বিরাট কোহলি নেতৃত্ব হারিয়েছেন। তার জায়গায় দায়িত্ব পাওয়া রোহিত শর্মা ইনজুরিতে আক্রান্ত। তাই ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দায়িত্ব পালন করেছেন লোকেশ রাহুল। তার এই নতুন যাত্রাপথ খুব একটা সুখকর হয়নি।

ভারত এই ম্যাচে ৩১ রানে হেরে যায়। এই পরাজয়ের পর পর ভারতীয় বোলারদের পাশে দাঁড়িয়েছেন সাবেক ওপেনার গৌতম গম্ভীর। একইসঙ্গে তিনি রাহুলের নেতৃত্বে অনেক গলদ খুঁজে পেয়েছেন।

দুই সেঞ্চুরিয়ান টেম্বা বাভুমা ও ভ্যান ডার ডুসেনের ২০০ রানের পার্টনারশিপই দক্ষিণ আফ্রিকার ভিতটা মজবুত করে দেয়। তবে বোলারদের দোষ না দিয়ে আজ বৃহস্পতিবার গম্ভীর বলেছেন, ‘আমার মনে হয় না, ভারতীয় বোলাররা খারাপ বল করেছে। কখনও কখনও প্রতিপক্ষের ব্যাটারদেরও প্রশংসা করতে হয়। তাছাড়া প্রোটিয়া অধিনায়ক বাভুমা দারুণ ফর্মে আছে। তাই তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। সে দলের ব্যাটিংকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ডি কক, মারক্রামের মত বড়ো নাম থাকতেও কোনো ভয়ই পায়নি। ‘

এরপর লোকেশ রাহুলের নেতৃত্বের সমালোচনায় মুখর হন গম্ভীর, ‘ওয়ানডে ক্রিকেটে অতি আক্রমণাত্মক ফিল্ডিং আমি খুব বেশি একটা পছন্দ করি না। কিন্তু চাহাল যখন মারক্রামকে বল করতে এল, তখন ভেবেছিলাম রাহুল হয়তো স্লিপ কিংবা একটা গালি পয়েন্ট রাখবে! কিন্তু সেটা সে করেনি। আর যখন অশ্বিন বল করছে তখন লেগ স্লিপ সরিয়ে নিয়ে লেগ গালি কিন্তু রাখতে পারত। বোলারদের সঙ্গে ভালো করে কথা বলে রাহুল যদি ফিল্ডিংটা সাজাত, তাহলে আমার মনে হয় না যে দক্ষিণ আফ্রিকা এত রান তুলত বলে। ‘

শেষে সাবেক অধিনায়ক বিরাট কোহলির যথেষ্ট প্রশংসা করেছেন গৌতম গম্ভীর। তিনি আরও বলেন, ‘কোহলি লাল বলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর বিরাট একটা শূন্যতা তৈরি হয়েছে। অবশ্যই একজন ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। তবে সীমিত ওভারের ক্রিকেটে এই কথাটা একেবারেই মেনে নেওয়া যায় না। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ