বুধবার , ১৭ মার্চ ২০২১ | ১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাস্তায় খেলা করার সময় শিশুর ওপর আছড়ে পড়ল বিমান, নিহত ৩

Paris
মার্চ ১৭, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে রাস্তায় মায়ের সঙ্গে খেলা করার সময় চার বছরের এক শিশুর ওপর একটি ছোট্ট বিমান আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।

এ ঘটনায় ওই শিশুসহ বিমানের দুই আরোহীও নিহত হন। দুর্ঘটনায় শিশুটির মা মেগান বিশপ আহত হন।

রাস্তায় চার বছরের ওই শিশুটি তার মায়ের সঙ্গে ছোট খেলনা গাড়ি নিয়ে খেলা করছিল।

বিচক্র্যাফট বোনানজা বিমানটি পেমব্রোক পাইন্সের নর্থ পেরি বিমানবন্দর থেকে উড়ে এবং স্থানীয় সময় সোমবার বেলা ৩টার দিকে ফিরে আসার সময় বিধ্বস্ত হয়।

স্থানীয় দমকল বিভাগের প্রধান মার্সেল রোদ্রিগেজ গণমাধ্যমকে বলেন, সম্ভবত কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। মার্কিন কেন্দ্রীয় বিমান প্রশাসন দুর্ঘটনাটি নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানটি রাস্তায় পড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমরা বোমা বিস্ফোরণের মতো শব্দ শুনে বাইরে গেলাম। দেখি সব কিছুতে আগুন ধরে গেছে।

 

সুত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক