রাসিক মেয়রের সাথে ৯নং ওয়ার্ড কাউন্সিলরের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব  প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. রাসেল জামান। বুধবার(১০ নভেম্বর) সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় তাকে অভিনন্দন জানিয়ে যথাযথভাবে দায়িত্ব পালনের দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক মেয়র।

এ সময় রাসিক মেয়র বলেন, ৯নং ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। সেখানে শাহ্ মখদুম রূপোশ (রহ.) এর মাজার শরীফ অবস্থিত। ওয়ার্ডটিতে রাজশাহীবাসীর অন্যতম বিনোদনকেন্দ্র পদ্মাপাড় রয়েছে। পদ্মাপাড়কে আরো আকর্ষণীয়ভাবে সাজাতে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। ওয়ার্ডটির উন্নয়নে নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামানকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। আমরা আশা করি কাউন্সিলর রাসেল জামান যথাযথভাবে দায়িত্ব পালন করে ওয়ার্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

এ সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন প্রমুখ।

উল্লেখ্য, ৭ নভেম্বর ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কাউন্সিলর রাসেল জামানকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। এর আগে গত ৭ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী মো. রাসেল জামান নির্বাচিত হন। চলতি বছরের ২৪ জুলাই ৯নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুর মৃত্যুজনিত কারণে কাউন্সিলর পদটি শূন্য হয়েছিল।

জেএ/এফ