রাসিক মেয়র প্রার্থী লিটনের পক্ষে বিভিন্নস্থানে প্রচারণা


নিজস্ব প্রতিবেদক :
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে আজ বৃহষ্পতিবার বিকালে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত বহরমপুর মহল্লা কমিটি, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত শ্রীরামপুর মহল্লা কমিটির, শিরোইল কাঁচা বাজারে ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা সমূহে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, ডা: তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, মোকাদ্দেস হোসেন লাবলু, আতিকুর রহমান কালু, হাফিজুর রহমান বাবু, থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু,

সভা সমূহে সভাপতিত্ব করেন যথাক্রমে ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম লিটন, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তোজাম্মেল হক বাবলু।

আরো বক্তব্য রাখেন ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ এস এম আরিফ রতন, ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলম বাচ্চু, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অন্তর্গত মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ।

এদিকে, “উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান” এই স্লোগান কে সামনে রেখে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে আজ বৃহষ্পতিবার রাজশাহী মহানগরী জুড়ে প্রচার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শাহ্ মখদুম থানা মনিটরিং কমিটি:
শাহ্ মখদুম থানা মনিটরিং কমিটির উদ্যোগে বিকাল ৫টায় মহানগরীর ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য ইউনুস আলী, বাদশা শেখ প্রমুখ।

জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী জেলা ও মহানগর:
বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের শ্রম সম্পাদক আব্দুস সোহেল এঁর নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সাথে নিয়ে সকালে রাজশাহী কর কমিশনারের অফিস, এলজিইডি অফিসের বিভিন্ন দপ্তরে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ খান, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, বাংলাদেশ আওয়ামী লীগ শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আবু সেলিম, নগর শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, কাবাতুুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক আফজাল, সহ অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম সাগর, জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জীবন, পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ফিরোজ, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রিমন, রাজশাহী রিকশা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শান্ত, ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক, রশিদ, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতা বাবু সহ জেলা/মহানগর শ্রমিক লীগের অনান্য নেতৃবৃন্দ।

রাজশাহী টাইলস মালিক সমিতি:
রাজশাহী টাইলস মালিক সমিতির উদ্যোগে বিকাল ৪.৩০টায় হার্ডওয়ার পট্টি, কাপড় পট্টি, আরডিএ মার্কেট, গনকপাড়া প্রচার প্রচারনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী টাইলস মালিক সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান তুহিন, সহ-সভাপতি মোহাম্মদ আলী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম (সেন্টু), মামুন প্রমুখ।