রাসিক মেয়রের সঙ্গে জেলা কৃষক লীগের নতুন কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষক লীগ, রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার বেলা ১২টায় নগর ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রাজশাহী সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ওয়াজেদ আলী খাঁন, জেলা কৃষক লীগ সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, তরিকুল হাসান বাচ্চু, আসাদুল হক দুখু, কাজী আব্দুল হান্নান তংকু, রফিকুল ইসলাম রফিক, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগ সাবেক যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান উজ্জ্বল, বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ার আলম মানিক, সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আনারুল হক, কাটাখালী পৌর সভাপতি টিপু সুলতান।

আরও ‍উপস্থিত ছিলেন, পারিলা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি সুজন কবির, সহ-সভাপতি আব্দুস সামাদ, হরিয়ান সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, হরিপুর ইউনিয়ন সভাপতি মাসাদুল ইসলাম স্বপন, বড়গাছী ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি ও রাসিকের প্রকৌশলী কবি কামাল পারভেজ সবুজ, মোহনপুর উপজেলা কৃষক লীগের সভাপতি জমসেদ, সাধারণ সম্পাদক শামীম, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নিরেন চন্দ্র, সাবেক সাধারণ সম্পাদক ইমন মন্ডল, তানোর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার, বাঘা উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাপ হোসেন প্রমুখ।

জি/আর