রাসিকের উচ্ছেদ অভিযান অব্যাহত, ৩০ হাজার টাকা জরিমানা আদায়


নিজস্ব প্রতিবেদক:
সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

তিনি জানান, নগর ভবন হতে শহীদ এ.এইচ.এমা কামারুজ্জামান চত্ত্বর, নিউমার্কেট, জিরোপয়েন্ট হয়ে কুমারপাড়া মোড় হয়ে সাহেব বাজার, সোনাদিঘী মোড়, জাদুঘর মোড় হয়ে দরগাপাড়া মোড় হয়ে লালনশাহ পার্ক হয়ে সিএন্ডবি মোড় হয়ে রাজপাড়া থানা মোড় হয়ে পুনরায় সাহেব বাজার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ৮টি মামলা দায়ের করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এক্সিক্সিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

স/অ