রাসিকের অভিযানে ১০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৭৮টি মামলা দায়ের


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

আভিযানে  নগর ভবন গেট হতে বর্ণালীর মোড় হয়ে ঘোড়া চত্ত্বর হয়ে বিলসিমলা রেলক্রসিং হয়ে বহরমপুর মোড় হয়ে দাশপুকুর মোড় হয়ে কোর্ট স্টেশন মোড় হয়ে কাশিয়াডাঙ্গা হয়ে কাঠালবাড়ি হয়ে কোর্টের ঢালান হয়ে ভেড়িপাড়া মোড় হয়ে সিন্ডবি মোড় হয়ে লক্ষ্মীপুর হয়ে নগর ভবন পর্যন্ত রাস্তার উভয় পাশের ১০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় ৭৮টি মামলা দায়ের করে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও রাসিক সূত্রে জানা যায়।

স/অ