বুধবার , ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাষ্ট্রীয় মর্যাদায় জেলা পরিষদের সাবেক প্রশাসক ভূলুর জানাজা ও দাফন সম্পন্ন

Paris
সেপ্টেম্বর ১৯, ২০১৮ ৩:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহবুব জামান ভুলু’র মরদেহ। আজ বাদ জোহর রাজশাহীর হেতম খাঁ গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে রাজশাহী কলেজের শহীদ মিনারের সামনে প্রয়াত এ মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার সন্মান জানানো হয়। পরে ফুলার ভবনের সামনে তার জানাযা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী ৪ আসনের সংসদ সদস্য ইঞ্জি. এনামূল হক, রাজশাহীর নব নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন,বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতি:) আমিনুল ইসলাম, জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের, পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানসহ রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে বিমানযোগে ঢাকা থেকে রাজশাহী বিমানবন্দরে পৌছালে অসুস্থ্য হয়ে পড়েন প্রবীণ আওয়ামী লীগ নেতা মাহবুব জামান ভুলু। তাৎক্ষনিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর