রাষ্ট্রপতির পর হাইতির প্রধানমন্ত্রীকেও কারা হত্যা করতে চায়?

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির রাষ্ট্রপতি জোভেনেল মোইসকে নিজ বাড়িতে হত্যা করে আততায়ীরা। ২০২১ সালের জুলাই মাসে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এবার ছয় মাস পার না হতেই দেশটির প্রধানমন্ত্রী আরিয়াল হেনরিকে হত্যা চেষ্টা করা হয়। গত শনিবার দেশটির গোনাইভাস শহরে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যান আরিয়াল হেনরি। তখন তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

কেন, কারা হাইতির প্রধানমন্ত্রীকে হত্যা করতে চায়?।  জানা গেছে ওই শহরের গ্যাং সদস্যরা প্রধানমন্ত্রীর সফরের তীব্র বিরোধিতা করেছে। তারা আগেই বলেছিল, প্রধানমন্ত্রী আসলে তারা আক্রমণ করবে। যারা প্রতিদিন সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও হত্যাকান্ডের ঘটনা ঘটাচ্ছে।

শুধুমাত্র ২০২১ সালেই ৯৫০টি অপহরণের ঘটনা ঘটে হাইতিতে। যার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সন্ত্রাসী দলগুলোর উপর কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

তবে প্রধানমন্ত্রী আরিয়াল হেনরি জানিয়েছেন গ্যাং সদস্যদের কোনভাবেই তারা প্রশয় দেবেন না।

এদিকে হাইতির রাষ্ট্রপতিকে হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছিল বেশ কয়েকজন কলম্বিয়ান ও আমেরিকার নাগরিককে। এর মধ্যে সাবেক সেনাসদস্যও রয়েছে। রাষ্ট্রপতিকে হত্যার দায়ে এখন তাদের বিচার চলছে।

 

সূত্রঃ যুগান্তর