রাশিয়ায় ২০০ ভেন্টিলেটর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বলছে, চলতি সপ্তাহে তারা রাশিয়ায় ২০০ চিকিৎসা ভেন্টিলেটর হস্তান্তর শুরু করবে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে বর্তমান বিশ্বে দ্বিতীয় সর্বাধিক অবস্থানে রয়েছে রাশিয়া। মঙ্গলবারও ২৪ ঘণ্টায় দেশটিতে ৯ হাজার ২৬৩ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছে।

এ নিয়ে রাশিয়ায় সর্বমোট দুই লাখ ৯৯ হাজার ৯৪১জন প্রাণঘাতী ভাইরাসাটিতে সংক্রমিত হয়েছেন।

আর নতুন করে ১১৫ জনের মৃত্যুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৮৩৭ জনে।

রাশিয়ার চেয়ে একমাত্র যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছে। গত চারদিন ধরে দেশটিতে নতুন সংক্রমণ ১০ হাজারের নিচে।

সোমবার প্রধানমন্ত্রী মিখাইল মিসুস্তিন বলেন, রাশিয়া সংক্রমণের গতি থামিয়ে দিতে পেরেছে। এছাড়া আরও ইতিবাচক দিক দেখা গেছে।

তিনি বলেন, আমাদের চার মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিকভাবে কাজ করছেন।

মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রর সহায়তা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০০ মার্কিন-নির্মিত ভেন্টিলেটর পাঠাতে রাজি হয়েছেন।

করোনা সংকট নিয়ে গত ৭ মে দুই প্রেসিডেন্টের ফোনালাপ হয়েছে। বুধবার ৫০ ভেন্টিলেটরের প্রথম চালানটি পাঠানো হবে। এর পরে আরও ১৫০টি পাঠানো হবে বলে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে।