রাশিয়ায় পুতিনপন্থি দলের জয়, কমেছে জনসমর্থন

রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে পুতিনপন্থি ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। তবে পূর্বের তুলনায় তাদের জনসমর্থন কিছুটা কমেছে।

শুক্রবার শুরু হওয়া নির্বাচন শেষে হয় রোববার। খবর বিবিসির।

এ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা।

তবে রাশিয়ার নির্বাচন কমিশন ব্যাপক অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

সোমবার নির্বাচন কমিশন জানায়, ৯৯ শতাংশের বেশি ভোট গণনা শেষ হয়েছে।  এর মধ্যে ৫০ ভাগ ভোট পেয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টি। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে ১৯ শতাংশ ভোট।

কর্মকর্তারা জানান, নির্বাচনে ইউনাইটেড রাশিয়া সংখ্যাগরিষ্ঠতা পাওয়া মানে দেশটির পার্লামেন্টের ৪৫০টি আসনের দুই তৃতীয়াংশতে দলটি জয় পেয়েছে।

নিজেদের আধিপত্য ধরে রাখতে পারলেও ইউনাইটেড রাশিয়ার জনসমর্থন কিছুটা কমেছে। ২০১৬ সালের নির্বাচনে দলটি ৫৪ শতাংশ ভোট পেয়েছিল।

অন্যদিকে, এ নির্বাচনে কমিউনিস্ট পার্টির জনসমর্থন আগের তুলনায় ৮ শতাংশ বেড়েছে।

নির্বাচনে ইউনাইটেড রাশিয়া ছাড়া প্রায় এক ডজন দল অংশ নিলেও পুতিনের প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি বা তার কোনো সমর্থককে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি।

 

সূত্রঃ যুগান্তর