রাশিয়ার মন্ত্রিসভায় করোনার হানা, আক্রান্ত সংস্কৃতিমন্ত্রী

বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রতিদিনই প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। দেশে দেশে চলছে লকডাউন ও সামাজিক দূরত্ব। এরপরেও থেমে নেই করোনার সংক্রমণ। দিন দিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। এবার করোনায় আক্রান্ত হলেন রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লুইবিমোভা।

গত বুধবার রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়।

জানা গেছে, প্রাথমিক পর্যায়েই ওলগা লুইবিমোভার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তাই বড় কোনও ঝুঁকি নেই। যে কারণে হাসপাতালে ভর্তি না-করে, তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওলগা লুইবিমোভাও তার মন্ত্রণালয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।

এই নিয়ে রুশ মন্ত্রিসভার তিন সদস্য করোনা সংক্রমণের শিকার হলেন। গত সপ্তাহে, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

রাশিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৩১ জন। আর গত পাঁচ দিনে রেকর্ড ৫২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সব মিলে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ১৬০ জন।

সুত্রঃ সময়