রাশিয়ার করোনার ভ্যাকসিন নেওয়া সবাই সুস্থ!

রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে মারণভাইরাস করোনার একটি টিকা। তাদের করোনা ভ্যাকসিনটির নাম স্পুটনিক-ভি। করোনার ওই ভ্যাকসিনটির ট্রায়ালে কয়েক হাজার স্বেচ্ছাসেবীর অংশ নিয়েছেন। ভ্যাকসিন গ্রহণ করার পর সকল অংশগ্রহণকারীই সুস্থ আছেন বলে জানিয়েছেন মস্কোর মেয়র সার্জি সোবায়ানিন।

রবিবার রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন ‘রোসিয়া-১’ টিভি চ্যানেলকে জানিয়েছেন, সরকারিভাবে নিবন্ধিত বিশ্বের প্রথম এই টিকার বড় আকারের চূড়ান্ত ট্রায়াল চলছে। এই ট্রায়ালে ৬০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী কাজ করেছেন। ট্রায়ালে অংশ নেওয়ার আগে বেশ কয়েক হাজার মানুষ মেডিক্যাল পরীক্ষাও করিয়েছেন।

সের্গেই সোবায়ানিন বলেন, সাতশরও বেশি মানুষ করোনার ভ্যাকসিন স্পুটনিক-ভি নিয়েছেন। তাদের মধ্যে সবাই সুস্থ রয়েছেন। তবে তিনি এর বেশি বিস্তারিত কোনো তথ্য দেননি।

এর আগে গত সপ্তাহে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো জানিয়েছিলেন, ভ্যাকসিন নেওয়া স্বেচ্ছাসেবীরা এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রত্যাশিত বিরূপ প্রভাব দেখেনি। তবে প্রায় ১৪ শতাংশ স্বেচ্ছাসেবী ২৪ ঘণ্টা ধরে দুর্বলতা, মাংসপেশীতে ব্যথা অনুভব করেন। তাদের আবার মাঝে মাঝে শরীরের তাপমাত্রা বেড়ে যায় বলেও জানানো হয়।

 

সূত্রঃ কালের কণ্ঠ