রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা ইইউ’র

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আরও সেনা সমাবেশ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর দেশটির ওপর ফের নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

গতকাল বুধবারের একটি সভা থেকে ইইউ জোটের বিভিন্ন দেশের মন্ত্রীরা এই সিদ্ধান্তে একমত হয়েছেন।

জোসেপ বোরেল জানিয়েছেন, ইইউভুক্ত ২৭ দেশ রাশিয়ার বিভিন্ন খাত ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। তাছাড়াও ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বিষয়েও সম্মত হয়েছে ইউরোপের মন্ত্রীরা।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সেনা অভিযান পরিচালনা করে রাশিয়া। তখন থেকে দেশটির ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসছে ইইউ।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন