রামেক হাসপাতাল ল্যাবে নগরীর আরো ২৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে আজ বুধবার নগরীর আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় রামেক এর করোনা পরীক্ষা ল্যাবে নতুন করে ১জনের করোনা ধরা পড়ে।

এ নিয়ে রাজশাহী নগরীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২৯ জন।  আর জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৩৬০ জন।

আক্রান্ত ২৯ জন হলেন-

রামেক হাসপাতালের ডা. আবদুল (৫৬), ডা. অনিক (৩৮), ফরহাদ (৩০), সাদিদুজ্জামান (৬২), ফারুক (৩৮), সাত্তার (৫৪), আলম (৩৭), আরিফা (৩০), পারভিন (৪৮), নাসিম (২৭) এবং তুষার (২৭)। মিশন হাসপাতালে থাকা রোগীরা হলেন- সাবিনা (৩৬), সানিয়াত (৯) এবং আয়েশা (৩০)।

চন্দ্রিমা থানার কনসটেবল আল আমিন (৪৮), বোয়ালিয়ার আবদুল মান্নান (৪৩), আলমগীর ইসলাম (২৬), শহিদুল ইসালাম (৪১), তসলিমা খাতুন (৩২)।

শনাক্ত হওয়া নগরীর বাসিন্দারা হলেন, নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আক্কাস (৭৬), শফিকুল (৪৪), শহিদুল আলম (৪৫), ১৩ নম্বরের ইমতিয়াজ (৫২), ১৮ নম্বরের শান্ত (৪৫), ১২ নম্বরের খালেদ (৪৪), ২২ নম্বরের শাহী মো. মনজুরুল আলম (৪০), ৩ নম্বরের আলমগীর (১৪), ১১ নম্বরের তাহমিনা খাতুন রুনা (২২), ২৭ নম্বরের রাশেদ (৩১), চন্দ্রিমার আল-আমিন (৪৮) এবং আবদুল মান্নান (৪৩)।