রামেক হাসপাতাল: ব্যবস্থাপত্রের ছবি তোলায় রিপ্রেজেন্টিভদের মাজায় রশি বাঁধলেন আনসার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হি বিভাগে চিকিৎসা নিতে আসা আগত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র দেখার অপরাধে জনসম্মুখে ৫জন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভকে মাজায় রশ্মি বেঁধে রাস্তায় দাঁড় করানোর অভিযোগ উঠছে হাসপাতারের আনসার সদস্যদের বিরুদ্ধে।

রোববার সকালে ১০ টার দিকে হাসপাতালের বর্হি বিভাগের বাহিরে এঘটনা ঘটে। যে সমস্ত রিপ্রেজেন্টেটিভদের মাঝায় রশ্মি বেঁধে রাস্তায় দাঁড় করানো হয়েছিলো তাদের নাম পাওয়া যায়নি।তবে জানা গেছে, তারা একমি ওষুধ কোম্পানিতে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বর্হি বিভাগের বাহিরে ওষুধ কোম্পানির ৫ রিপ্রেজেন্টেটিভ চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র হাতে নিয়ে ছবি তুলছিলো।

এসময় কর্তব্যরত আনাসার সদস্যরা ছবি তুলতে বাঁধা দিলে উভয়ে বাকবিতান্ডা জড়িয়ে পড়ে এসময় ওই ৫জন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভকে মাজায় রশ্মি বেঁধে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। পরবর্তীতে হাসপাতালের পরিচালক ওষুধ কোম্পানির কর্তৃপক্ষের কাছ থেকে মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে একমি ওষুধ কোম্পানির এড়িয়া ম্যানেজার মুকিবুল ইসলাম জানান,আমার মানছি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা আগত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্রের ছবি তুলে বিড়ম্বনা ফেলে। তবে রিপ্রেজেন্টেটিভদের এভাবে জনসম্মুখে মাজায় রশ্মি বেঁধে রাস্তায় দাড় করানো উচিত হয়নি।

স/আর