রামেক হাসপাতালের চিকিৎসক, পুলিশসহ রাজশাহীর আরও ৩০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রামেক হাসপাতালে চিকিৎসক, পুলিশসহ রাজশাহীর আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ জেলায় মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে। আর জেলায় এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩১ জনে।

আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন, রামেক হাসপাতালের ফাহিমা (২৫), জাহিন তাবাসসুম (২৩), জোহরুল (৩২), কোহিনুর বানু, (৩০), চিকিৎসক সাদিয়াতুন মারজিয়া (৩৫), মনিয়া (২৭), মাসুদ রানা (২৮), আউসুফ কবির (৭), কবির হোসেন, রাকিবক আহমেদ (৩৯), শফিকুর (৪৫), মেজবাহ (৩৯), হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের জুলফিকার আলী (৬৫) ও মাহাতাব (৪৫), ৪৪ নম্বর ওয়ার্ডের বকুল (২২), ৮ নম্বর শিশু ওয়ার্ডের হারুন অর রশিদ (২৫), ২৯/৩০ নম্বর ওয়ার্ডের শামসুল (৩২), নগরীর সেলিনা (৩৯), বৃষ্টি, মিশন হাসপাতালের রোগী ইব্রাহীম (২৫), হামিদুজ্জামান (৬০) ও মসিজুদ্দিন (৫৪), মিশন হাসপাতালের চিকিৎসক সম্পা (২৮), রোগী গোলাম আকবর (৪৮), রাজশাহী রেঞ্জ পুলিশের সদস্য আনোয়ার হোসেন (২৮), নগরীর হাদির মোড় এলাকার রাকেশ, ২০ নম্বর ওয়ার্ডে আতিয়া বুশরা (১৮) ও মারফুা বিনতে শাহাবাজ (২৮), রামেক হাসপাতালের শামসুল হক (২৭) ও শফিকুল ইসলাম (৫৮)।

এদিকে রামেক ল্যাবে শনাক্ত হওয়া ৬ জন হলেন, ল্যাবের ইনচার্জ শামীম আক্তার-৪০, ডাঃ জেরিন সাজ্জাদ-৩৪, নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম-৬৫, কামরুজ্জামান-৪৫, মোঃ রইস উদ্দিন-৪৫, ও মাহমুদুল কবীর-৪৫।

স/আর