রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ ছিল। বাকি তিনজন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার রাতের বিভিন্ন সময়ে মোট ৯ জন মারা গেছেন। এর মধ্যে ছয়জনই করোনা পজিটিভ রোগী ছিলেন। বাকি তিনজনের করোনার সব ধরনের উপসর্গ ছিল। এ হাসপাতালের করোনা ওয়ার্ডে এক দিনে এর আগে এত সংখ্যক রোগীর মৃত্যু হয়নি। উপসর্গে মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

সাইফুল ফেরদৌস আরও বলেন, বর্তমানে করোনা ওয়ার্ডে ৯৭ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৫৪ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন।

এদিকে রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন সিভিল সার্জন মো. কাইয়ুম তালুকদার। এ নিয়ে রাজশাহী জেলায় রোগীর সংখ্যা ৭ হাজার ৮৬৪। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৫ জন। আর মারা গেছেন ৭০ জন।