রামেক হাসপাতালে করোনায় মৃত্যু শূন্য

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট গত ২৪ ঘণ্টা মৃত্যু শূন্য কাটাল ।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত হাসপাতালের এই ইউনিটে করোনা কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যায়নি। তবে এই এক দিনে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৬ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।

১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত রোগী ভর্তি ছিলো ২৬ জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৩২ জন। রাজশাহীর ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি আরো জানান,হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের।

এদিকে, সর্বশেষ বৃহস্পতিবার এই ল্যাবে ১৯৫ জনের নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার ১৩ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে এই জেলায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ২৮ শতাংশ।