রামেক হাসপাতালের ৮ নার্স ও ২ চিকিসৎসহ আরও ৩৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নার্স ও ২ চিকিসৎসহ আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে সোমবার। এদিন রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা শেষে মোট ৩৩ জনের শরীরে মরণভাইরাস করোনা অস্তিত্ব লক্ষ্য করা যায়। যাদের মধ্যে অধিকাংশই হলেন রাজশাহী নগরীর বাসিন্দা। কয়েকজন পাশবর্তি বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন। তারা রামেক হাসপাতাল ও মিশন হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সোমবার রাজশাহীর দুই ল্যাব মিলে মোট আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে ৬৭ জন। যাদের মধ্যে অন্তত অর্ধশত জনের বাড়ি রাজশাহীতে। এদের মধ্যে অধিকাংশই আবার নগরীর বাসিন্দা। তবে পুরো ঠিকানা না থাকায় আক্রান্তদের অনেকেরই এলাকার নাম পাওয়া যায়নি।

রামেক হাসপাতাল ল্যাবে চিহ্নিত হওয়া ৩৩ জন করোনা রোগীর তালিকা দেখতে লিংকে ক্লিক করুন: 10-08-2020 Final Report

স/আর