রামেক হাসপাতালের সেই কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিক্যাল কলেজের মেডিক্যাল ফিজিওলোজি বিভাগের ল্যাব টেকনোলজিস্ট পদে কর্মরত কামরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, কামরুজ্জামানের নানা অভিযোগ তদন্ত করা হয় । কামরুজ্জামানের ক্ষমতার দাপটে অতিষ্ঠ চিকিৎসক ও কর্মচারীরা এনিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত, রাজশাহী মেডিক্যাল কলেজের মেডিক্যাল ফিজিওলোজি বিভাগের ল্যাক টেকনোলজিস্ট পদে কর্মরত আছেন কামরুজ্জামান। কিন্তু ২০০৪ সালের ২৪ অক্টোবর তাঁকে প্রেষণে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের সিসিইউ-এর ল্যাব টেকনোলজিস্ট হিসেবে প্রেষণে নিযুক্ত করা হয়। এরপর থেকে তিনি গত বছরের ২ ডিসেম্বর পর্যন্ত ওই পদে কর্মরত ছিলেন। কিন্তু এই ১৪ বছরে তিনি নিজের ইচ্ছামতো অফিস করেছেন। কখনো কখনো ছুটি না নিয়েই দিনে পর দিন অফিস ফাঁকি দিয়েছেন এবং হাজিরা খাতায় স্বাক্ষরও করতেন না। এতে করে রোগীদের যেমন হয়রানির শিকার হতে হয়েছে, তেমনি চিকৎসকদেরও সঠিক চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয়েছে। এই অবস্থায় কয়েক দফা লিখিত অভিযোগ পাওয়ার পরে গত বছরের ২৮ আগস্ট রামেক হাসপাতালের সহকারী পরিচালকের (প্রশাসন) দপ্তর থেকে কামরুজ্জামানকে কৈফিয়ত তলব করা হয়। এতে বলা হয়, কামরুজ্জামান হাসপাতালে যোগদানের পর থেকে হাজিরা খাতায় স্বাক্ষর করেন না, মাসিক ওয়ার্কিং ষ্টেটমেন্ট গ্রহণ করেন না ও কোনো ধরনের ছুটি গ্রহণ বা কর্মস্থল ত্যাগ করলেও অনুমতি নেন না। এই চিঠি পাওয়ার পরে কোনো সদুত্তোর না দিতে পারায় কামরুজ্জামানকে গত বছরের ২ ডিসেম্বর আগের কর্মস্থলে প্রত্যাহার করে নেওয়া হয়।

বিস্তারিত দেখুন…….No description available.