রামেক হাসপাতালের টেকনোলজিস্টসহ আরো ১৩ জন করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে মঙ্গলবার আরো ১৩ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। এদের মধ্যে সিটিকর্পোরেশন এলাকার ৯জন, বাঘা উপজেলার ২, পবা উপজেলার ১, নওগাঁ জেলা সদরের ১ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেলদৌস।

তিনি জানান, মঙ্গলবার রামেক হাসপাতালের ল্যাবে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৩ জন করোনা পজিটিভ।

আক্রান্তদের মধ্যে ৯জনই নগরীর বাসিন্দা।

এদের মধ্যে রাহিজা আক্তার (৪১) পুলিশ হাসপাতালের নার্স, শামিম হোসেন (৩৫) জেলা পুলিশের লিয়াজো শাখার এসআই। তারা দুই জনই রাজশাহী নগরীতেই থাকেন।

সপুরা এলাকার আব্দুল মোমিন ও নাদিরুসাদ। ছোটবনগ্রাম এলাকার আবেদা সুলতানা। রানিনগর এলাকার এ্যাডভকেট ইরশাদ আলী। সাগড়পাড়া এলাকার আনিকা ও ওয়াসি। এবং রামেক হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবের ৫৬ বছর বয়স্ক ল্যাব টেকনোলজিস্ট।

এছাড়া রাজশাহী জেলার বাঘা উপজেলার আফিফা (১৫) ও বজলুল করিম (৬০)। এবং পবা উপজেলার সাব্বির (১৮)।

নওগাঁ জেলা সদরের বিলকিস (৩৬)। তিনি সম্প্রতি রাজশাহীতে মায়ের চিকিৎসার জন্য মিশন হাসপাতাল ও রামেক হাসপাতালে ছুটোছুটি করেন। তার মায়ের করোনা পরীক্ষার নিগেটিভ এসেছে। আর মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে ছুটোছুটি করে এখন তিনি করোনায় আক্রান্ত।

স/রা