রামেক হাসপাতালের ল্যাবে আরো ৪৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের করোনা পরীক্ষা ল্যাবে বৃহস্পতিবার (৯জুলাই) রাতে ৪৭ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে ৪৫ জন রাজশাহী জেলার, নওগাঁর একজন ও একজন নাটোরের। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান বৃহস্পতিবার মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ। শনাক্ত রাজশাহী জেলার ৪৫ জনের মধ্যে তানোর উপজেলার ৩জন, বাগমারা উপজেলার ১জন। আর নগরীর আক্রান্তদের মধ্যে রামেক হাসপাতালের চিকিৎসক ১জন, সিনিয়র স্টাফ নার্স ৮জন, পুলিশের সদস্য ৭জন। শনাক্তদের সকলেই রাজশাহী নগরীসহ রামেক হাসপাতাল ও মিশন হাসপাতালে অবস্থান করছেন।

রামেক হাসপাতালের ল্যাবে যাদের করোনা শনাক্ত হলো-

রামেক হাসপাতালের চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম (২৪)।

রামেক হাসপাতালের নার্স সুলতান ইয়াসমিন (৩৫), নার্স সুলতানা পারভিন (২৮), নার্স মুরশিদা খাতুন (৩০), নার্স শিরিন খাতুন (২৬), নার্স নুর নাহার খাতুন (২৯), নার্স তানজিলা খাতুন (৩০), নার্স সাইফুর রহমান (৩৫), নার্স সবুজ রানা (২৯)।

রামেক হাসপাতালের রাঁধুনি শাহিনা খাতুন (৩০), রামেক হাসপাতালের এমআইএসএস জোসনা খাতুন (৪২), এমআইএসএস জোসনা রানি (৪২), এমআইএসএস অনুপ কুমার দাশ (২৬)।

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের নার্স মাহবুব আলম (৩৭)।

রামেক হাসপাতালে ভর্তি রোগী ববি (২৬), বেলাল (৫০), মিশন হাসপাতালের রোগী সোহাগী (৫০), বড়বাড়িয়া এলাকার লতিফা বেগম (৬০), নওগাঁর বানু বেগম (৫০), নাটোরের মাইনুদ্দিন (৫৫)।

পুলিশ হাসপাতালের জুবায়ের ইসলাম (২২), পুলিশ লাইনের আব্দুল্লাহ, আরএমপি’র শফিকুল ইসলাম (৪৪), পুলিশ হাসপাতালের মুকুল হোসাইন, খুরশেদ আলম (৩৪), শাহেদ (২৪), তরিকুল (৪১), কুতুবুল আলম (৩৭)।

রাজশাহী নগরীর বাসিন্দারা হলেন, ঘোরামারা এলাকার আবু মাসুদ (৫৭), ২৬ নং ওয়ার্ডের আসাদুজ্জামান (৫৫), ২৩ এর মাহাবুব আলম (৩৭), ২১ এর হোসনে আরা (৪২), ২৬ এর রইস উদ্দিন (৫৪), ১৯ এর আসিফ (২৩), ৪এর আব্দুল রশিদ (৪৩), ১৫ এর শাওন (২৪), ২৫ এর উম্মে মাহাবুব (৩৫), ২ এর আল তইয়ব খান (৩৫), ২১ এর গোলাম মোস্তফা (৩০), ২১ এর সারোয়ার হোসেন (২১), ২১ এর আইনুল হক (৪৮), ১৪ এর ফারহানা রহমান (২৫), ১৫ এর জিন্নাত আরা (৪২), সুবরনা (২৫)।

তানোরের আফসার আলী (৪২), তানোরের আফসানা (৪), তানোরের রাজু (৩৭), বাগমরারার এনামুল (৩৬)।

স/রা