রামেক হাসপাতালের ল্যাবে নগরীর যে ৬২ জনের করোনা শনাক্ত হলো


নিজস্ব প্রতিবেদক :
রামেক হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে রাজশাহী নগরীর ৬২ জনের করোনা ধরা পড়েছে। বুধবার ল্যাবটিতে মোট ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

৬২ জন আক্রান্তদের মধ্যে ৪জন চিকিৎসক, ১০ জন পুলিশের সদস্য, ৩জন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সদস্য আছেন।

রামেক হাসপাতালের ল্যাবে যাদের করোনা শনাক্ত হলো-

রামেক হাসপাতালের ডা. শামসুজ্জামান (২৬), ডা. রুহুল আমিন (৩৪), নাসরিন আরা খাতুন (৫৬), এ লিটন (৫৬), ডা. রফিকুল ইসলাম (৫২), রতন কুমার রয় (৪০), ডা. সিফাত (২৫), সাদিকুল ইসলাম (৩৮), রিভা পারভিন (৩২), মাহবুব কামাল (৫৯), জয়, ফিরোজা বেগম (৬৫), জলি, বাকি বিল্লা (৫০), আমিনুল হক (৩৮), মেঘনাথ শাহা (৭৩), আলী (৩৯), নাহার (২৮), রাসেল (৩৫), ইয়ামিন (১০), খাদিজা বেগম কবিতা (৩০), শম্পা খাতুন (৪৫), সারা (৫), রামেক ল্যার্বের কামরুন নেসা, সুজাতা বসু (১৯), সুভাস বসু (৪৩), মিজানুর রহমান (৫৯), তানজিলা খাতুন (৩৮), টুম্পা (৩২), দেভর নাথ (৫২)।

পুলিশ হাসপাতালের উজ্জল মিয়া (২৮), আসাদুজ্জামান খান (৪২), শাহানা খাতুন (৩৬), আক্কাস আলী (৪৩), বাসল আহমেদ (৫৩), বকুর হোসেন (২৮), নীল কান্ত (২৭), রাকিবুল হাসান (৩৯), মনিরুল ইসলাম (২৮), মজিবর রহমান (৪৫),

আইডি হাসপাতালের মনিরুল (৫৫), মিশন হাসপাতালের শিউলি (৪৩), রামেক হাসপাতালের দিলরুবা খাতুন (৫৮), শিউলি খাতুন (২৭)।
সাহেব বাজার এলাকার গোলাম কাউসারা (৪১)।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার রুহুল আমিন (৪৫), জেলের সিপাহী মকবুল (৪৩), জেলের ফার্মাসিস্ট সাইদুল ইসলাম (৩৬)।

রামেক হাসপাতালের চাদ (৫৪), পরিতোশ (৪২), আব্দুল হালিম (৪০), দেলোয়ার (৫৫), শহিদুল (৩৬), জান্নাতুল মাওয়া (৪০), মৌসুমি (৩৬), মাহাবুবে খোদা (৫৪), এহসান (৩৬), মারুফ হাসান (৩৬), বাদশা (৫২), রোকসানা (২৫), রাফি (২৩), ইমাম উদ্দিন (৪০)।

স/রা